Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও মুন্সীগঞ্জ

                                                         মুন্সীগঞ্জ জেলার এন.জি.ওদের তালিকা

 

ক্রঃ নং

এন.জি.ওদের নাম

শাখা অফিসের ঠিকানা

শাখা প্রধানের নাম

কার্য পরিধি

অন্যান্য কর্মসূচী

ব্র্যাক

১. মানিকপুর, মুন্সীগঞ্জ।

২. শীলমন্দী, সার্কিট হাউজের  দক্ষিনে।

৩. খালইষ্ট, কলেজ রোড, মুন্সীগঞ্জ।

৪. অন্যান্য ৫টি থানায়

১. মোঃ রফিকুল ইসলাম, এ.ই.এম.আই।

২. মোঃ ইমতিয়াজ রানা, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক মুন্সীগঞ্জ।

৩.মোঃ মুনীর হুসাইন খান, আঞ্চলিক স্বাস্থ্য সমন্বয়কারী ও জেলা স্থানীয় প্রতিনিধি, ব্র্যাক, মুন্সীগঞ্জ

ঋনদান করে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা,  বিশুদ্ধ পানি সরবরাহ

পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক

জুবলী রোড, মাঠপাড়া, মুন্সীগঞ্জ।

ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ক্লিনিক ম্যানেজার।

জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা করা

স্বাস্থ্য সেবা

অসডার

১. রমজান খলিফার বাড়ী, ধলাগাও, মুন্সীগঞ্জ।

২. ৪টি উপজেলায়

মোঃ কুতুব উদ্দিন খোকন, এরিয়া ম্যানেজার, অসডার।

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, গবেষনা ইত্যাদি।

প্রশিকা

১.সন্তোষপাড়া, সিরাজদিখান

২. লৌহজং

৩. শ্রীনগর, মুন্সীগঞ্জ।

মোঃ জাকির হোসেন, এলাকা সমন্বয়কারী

মোঃ ছাইদুল হক খান, এলাকা সমন্বকারী

ঋনদান করে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, শিক্ষা ও স্যানিটেশন কার্যক্রম ইত্যাদি।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

১. দেউভোগ, শ্রীনগর

২. লৌহজং 

৩. টঙ্গীবাড়ী

এস.এম.মারম্নফ হোসেন শাখা ব্যবস্থাপক, রিক, বালিগাঁও শাখা।

 

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ শিক্ষা ও প্রশিক্ষণ

আমদা বাংলাদেশ

হোসেন্দী, গজারিয়া

মোঃ সানোয়ার হোসেন, ম্যানেজার, আমদা বাংলাদেশ।

 

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

দিশা

নুরজাহান কুটির, জুবলী রোড মাঠপাড়া, মুন্সীগঞ্জ

জোমিন, জেলা প্রকল্প সমন্বয়কারী, দিশা, মুন্সীগঞ্জ।

মানব পাচার প্রতিরোধে সচেতনতা করা

মানব পাচার প্রতিরোধ করা

পিপলস মুভমেন্ট ফর এনভারনমেন্ট এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট (পিমেসড)

বাগমামুদালী, পেপসী  বিল্ডিং, মুন্সীগঞ্জ

মোঃ আল-মাসুদ, নির্বাহী পরিচালক।

প্রাকৃতিক পরিবেশ ও বন্য পশুপাখী সংরক্ষণ বিষয়ে সচেতন করা

প্রাকৃতিক পরিবেশ ও বন্য পশুপাখী সংরক্ষণ

উত্তরণ সামাজিক উন্নয়ন সংস্থা (উসাউস)

পূর্বরাখি, দিঘিরপাড়, মুন্সীগঞ্জ।

মমতাজ আলো, নির্বাহী পরিচালক/সভাপতি

প্রশিক্ষণ দেয়া

প্রশিক্ষণ ও সচেতনতা করা

 ১০

অলটারনেটিভ ডেভেলপমেন্ট ফোরাম (এ.ডি.এফ)

ষোলঘর, কাজী বাড়ী, শ্রীনগর, মুন্সীগঞ্জ

কো অর্ডিনেটর

 

স্বাবলম্বী করা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করা

ঋণ বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা

১১

আশা

দেওভোগ, মুন্সীগঞ্জ সহ ৬টি থানায়

মোঃ আবেদ আলী, জেলা ম্যানেজার, আশা, মুন্সীগঞ্জ

ঋনদান করে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, শিক্ষা সেবা।

১২

নবরত্ন ফাউন্ডেশন

গনকপাড়া, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।

মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান, নবরত্ম ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

১৩

আরাম ফাউন্ডেশন

ভবেরচর, গজারিয়া, মুন্সীগঞ্জ

মোঃ আল আমিন ভূইয়া, শাখা ব্যবস্থাপক, আরাম ফাউন্ডেশন।

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

১৪

কারিতাস

সিরাজদিখান, লৌহজং

 

ঋণ বিতরণ, প্রশিক্ষণ ও সচেতন করা

ঋণ বিতরণ,

১৫

সোসাল এডভান্সমেন্ট এন্ড ভিলেজ ইকোনমি (সেভ)

১. মা মঞ্জিল, রিকাবী বাজার, মুন্সীগঞ্জ

২. সিরাজদিখান

১. আঃ মন্নাফ খান, ম্যানেজার, সেভ, মুন্সীগঞ্জ

২. মোঃ আবুল কালাম আজাদ ০১৭১৮১২৬৬৯৬

ঋনদান করে দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা

১৬

প্রাকৃতজন

কলেজ রোড, গজারিয়া

এ. টি. এম. জালাল উদ্দিন, কর্মসূচী ব্যবস্থাপক।

বৃক্ষরোপন, প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবায় উৎসাহিত করা

বৃক্ষরোপন, প্রশিক্ষন, স্বাস্থ্য সেবা

১৭

উপসা

পাইকপাড়া, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ

আসাদুল হক, ম্যানেজার, উফসা

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ, প্রশিক্ষণ

১৮

বাংলাদেশ ব্লাইন্ড মিশন

দেওভোগ, মুন্সীগঞ্জ

শিমিয়োন গালিভার মং, সুপারভাইজার।

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা

দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষন

১৯

ব্যুরো টাঙ্গাইল

মানিকপুর, মুন্সীগঞ্জ

মোহাম্মদ মহসিন মিয়া, ম্যানেজার, ব্যুরো টাঙ্গাইল

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

২০

শক্তি ফাউন্ডেশন,

গোসাইবাগ, মুক্তারপুর, মুন্সীগঞ্জ

মোঃ ইসমাইল হোসেন, ম্যানেজার।

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

২১

কেসিডিপি

নয়াপাড়া, মুন্সীগঞ্জ

জেমস রবিন সরকার

 

 

২২

এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ। (ইসি), বাংলাদেশ।

অগ্রনী ব্যাংক বিল্ডিং, মুন্সীরহাট, মুন্সীগঞ্জ সদর। গজারিয়া, সিরাজদিখান, টঙ্গীবাড়ী, লৌহজং।

১.বাচ্চু মিয়া, শাখা সমন্বয়কারী, মুন্সীরহাট

২. সুজিত আচার্য্য শাখা সমন্বয়কারী ভবেরচর, গজারিয়া, 

    মুন্সীগঞ্জ

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

২৩

গ্রাম কল্যান সংস্থা (জি.কে.এস)

হাষাড়া শ্রীনগর, মুন্সীগঞ্জ

পরিচালক (জি.কে.এস)

স্যানিটেশন, বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা।

স্বাস্থ্য সেবা

২৪

নাগরিক উদ্যোগ

শ্রীনগর, মুন্সীগঞ্জ

এরিয়া কর্মকর্তা

সচেতনতা ও পরামর্শ প্রদান করা

 

২৫

ভাফুসড

টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ

 

 

 

২৬

মহিলা উন্নয়ন সংস্থা

বাগমামুদালী রোড, মুন্সীগঞ্জ

আসমা সিদ্দীকা, সভানেত্রী

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ক্ষুদ্র ঋণ বিতরণ

২৭

মায়ের সেবা সংস্থা

নিমতলা সিরাজদিখান

 

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ক্ষুদ্র ঋণ বিতরণ

২৮

মানব উন্নয়ন সংস্থা

দক্ষিন কোর্টগাও, সদর রোড, মুন্সীগঞ্জ।

এডঃ আব্দুল মালেক ভূইয়া, চেয়ারম্যান

সচেতনতা ও পরামর্শ প্রদান

 

২৯

সোসাইটি ফর পিপলস এ্যাকসনস ইন চেঞ্জ এন্ড ইক্যুইটি (স্পেস)

শ্রীনগর, মুন্সীগঞ্জ

প্রোগ্রাম ম্যানেজার

স্যানিটেশন, প্রশিক্ষণ, সচেতনতা

স্বাস্থ্য সেবা

৩০

রূরাল এডভান্সমেন্ট মিশন (র‌্যাম)

হোসেন্দী, গজারিয়া

 

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

৩১

রজতরেখা শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন

জেলা পরিষদ সুপার মার্কেট, কাচারী রোড, মুন্সীগঞ্জ

 

দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি করা

ঋণ বিতরণ

৩২

মহিলা অঙ্গন

শ্রীপলস্নী, মুন্সীগঞ্জ

 

 

 

৩৩

রূরাল হেলথ এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি(আর.এইচ ডি.এস)

আব্দুলস্নাহপুর, টঙ্গীবাড়ী

 

 

 

৩৪

সমাজ পরিবর্তন কেন্দ্র

ছোটশিকারপুর, নিমতলা সিরাজদিখান, মুন্সীগঞ্জ

পরিচালক

 

 

৩৫

বিক্রমপুর আইন ও সাহায্য সংস্থা

নিমতলী, চৌরাসত্মা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ

পরিচালক

 

 

৩৬

সোসাইটি ফর রিসার্স ডিসএবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এস.আর. ডি.ডি)

 

 

ঠোঁট কাটা প্রতিবন্ধীদের বিনা খরচে অপারেশন করাতে সহায়তা করা

স্বাস্থ্য সেবা

৩৭. দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ

ঠিকানা:স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়,সদর,মুন্সীগঞ্জ

শাখা প্রধান:জুয়েল খিয়াং

টেকনিক্যাল সাপোর্ট অফিসার

প্রয়াস এসিলারিটিং সার্ভিস প্রজেক্ট,টিএলএমআইবি,মুন্সীগঞ্জ

মোবাইল:০১৭০৮৪৬৮২৫২

ই-মেইল jewelkhyang@yahoo.com



১.এরেঞ্জ অন জব ট্রেরিং।

২.অতিব দরিদ্র রোগীদের জন্য পরিপূরক ঔষধ সরবরাহ।

৩.এমডিটি সম্পূর্ন করার জন্য কাউন্সেলিং।

৪.এমএমডিপি/পিওডি রোগীদের জটিলতা ব্যবস্থাপনা।

৫.সহায়ক উপকরন (জুতা)প্রদান।

৬.বিকলাঙ্গ রোগীদের সরকারি সাহায্য কেন্দ্রে পাঠান।

৭.রোগীর পরিবারের চারপাশে জরিপ।

৮.এলাকার চারপাশে জরিপ।

৯.সরকারি কর্মীকে নিয়ে উঠান বৈঠক।

১০.নতুন রোগী সনাক্তকরন।

১১.বিকলাঙ্গ রোগীদের সমাজ সেবা কেন্দ্রে পাঠানো।

১২.সরকারি কর্মীদের রিফ্রেসার প্রশিক্ষণ(সি এইচ সি পি)।

১৩.সরকারি কর্মীদেরিফ্রেসার প্রশিক্ষণ(এইচ এ)।

১৪.স্কুল ক্যাম্পেইন।

১৫.বর্তমানে চলমান মোট রোগীর সংখ্যা ও ঔষধ প্রাপ্তি।

১৬.আলসার কেয়ার ম্যানেজন্টে ফর ব্রাদার।

১৭.সমাজ সেবা অফিসে মিটিং।

১৮.সাংবাদিকদের সাথে মিটিং।



৩৮ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

১৪/১, শাহ আলী ভবন (নীচ তলা), পূর্ব দেওভোগ, মুন্সিগঞ্জ; 

ফোন: (+৮৮) ০২৯৯৭৭৩১৬৮৭

মোবাইল: (+৮৮) ০১৭১৪-০৭২১০৬; 

ইমেইল: ccc.munshiganj@ti-bangladesh.org


মোঃ মাহবুব হোসেন; এরিয়া কোঅর্ডিনেটর - সিভিক এনগেজমেন্ট; 

০১৭১৪-০৭২১০৬; ccc.munshiganj@ti-bangladesh.org


 উদ্দেশ্য:: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি;

আইনি, নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে সুশাসনের সক্ষমতা ও চর্চার উন্নয়ন ঘটানো; 

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে অংশগ্রহণমূলক এবং কার্যকর সুশাসন নিশ্চিত করা; 

অনিয়ম ও দুর্নীতি হ্রাস করে তৃণমূল পর্যায়ে সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে জাতীয় পর্যায়ে খাতভিত্তিক গবেষণা ও প্রমাণ নির্ভর অ্যাডভোকেসি করা।

 উপকারভোগী:: এ প্রকল্পে দুর্নীতি হ্রাসের জন্য অধিক সহায়ক পরিবেশ প্রবর্তিত করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও জলবায়ূ অর্থায়নে সুশাসন খাতসহ বিভিন্ন সেবাখাতের উপর দুর্নীতিবিরোধী জনসচতেনতা ও প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয় বিধায় প্রত্যক্ষ উপকারভোগী সংখ্যায় সুনির্দিষ্ট করা কঠিন। তবে পরোক্ষভাবে প্রকল্প এলাকার সবাই উপকারভোগী।

১. স্থানীয় প্রশাসনের (জেলা প্রশাসন) সাথে সহযোগী হয়ে প্রকল্পেল আওতায়, জাতীয় শোক দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস, যুব দিবস, পানি দিবস, স্বাস্থ্য দিবস, পরিবেশ দিবস, নারী দিবস, আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস, দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। 

২. তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 

৩. ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করা হয়।

৪. প্রকল্পের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নির্মাণ ও ভূমি সেক্টরের আওতায় জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষদের সাথে নিয়মিত অধিপরামর্শ সভা/ মতবিনিময় সভা ও কমিউনিটি অ্যাকশন সভা করা হয়।


 স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও জলবায়ূ