Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুডিশিয়াল মু্ন্সিখানা শাখা
বিস্তারিত

জুডিশিয়াল মুন্সীখানা কালেক্টরেটের একটি অন্যতম প্রধান শাখা। এটি মূলত বিচার শাখা হিসেবে কাজ করে। ম্যাজিস্ট্রেসী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যকার সমন্বয় তত্ত্বাবধান মূলক কাজ এ শাখার মাধ্যমে সম্পাদিত হয়। এসিডের লাইসেন্স প্রদান ও বিচার সংক্রান্ত সর্বাতক নাগরিক সেবা যথাসময়ে যথাযথভাবে সুনিশ্চিতকরণই শাখার লক্ষ্য ও উদ্দেশ্য।


নাগরিক সেবা

লক্ষ্য ও উদ্দেশ্য

জুডিশিয়াল মুন্সীখানা কালেক্টরেটের একটি অন্যতম প্রধান শাখা। এটি মূলত বিচার শাখা হিসেবে কাজ করে। ম্যাজিস্ট্রেসী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যকার সমন্বয় তত্ত্বাবধান মূলক কাজ এ শাখার মাধ্যমে সম্পাদিত হয়। এসিডের লাইসেন্স প্রদান ও বিচার সংক্রান্ত সর্বাতক নাগরিক সেবা যথাসময়ে যথাযথভাবে সুনিশ্চিতকরণই শাখার লক্ষ্য ও উদ্দেশ্য।

সেবা গ্রহণকারী

বিচার সংক্রান্ত সেবা পেতে যে কোন আবেদনকারী নাগরিক,

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত সেবা পেতে যে কোন আবেদনকারী,

সরকারী কর্মকর্তা ও নাগরিক।

প্রদেয় সেবা

  1. ম্যাজিস্ট্রেসী বিষয়ক কার্যক্রমের সমন্বয় সাধন সংক্রান্ত সেবা।
  2. আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় ও পরীবিক্ষণ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা।
  3. বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের কর্মসম্পাদন মূল্যায়ন ওক্ষমতা প্রদান সংক্রান্ত কার্যক্রম।
  4. বিজ্ঞ দায়রা জজ থেকে প্রাপ্ত আপিল/রিভিশন ও মামলার নথী বদলী সংক্রান্ত কার্যক্রম সেবা।
  5. আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ/বিডিআর/সেনাবাহিনী নিয়োজিতকরণ এবং এতদসংক্রান্ত ম্যাজিস্ট্রেট নিয়োগকরণ কার্যক্রম।
  6. ভ্রাম্যমান আদালত/ উচ্ছেদকরণ/বিভিন্ন পরীক্ষা/বিভিন্ন নির্বাচন সংক্রান্ত ম্যাজিস্ট্রেট নিয়োগকরণ কার্যক্রম।
  7. কবর হতে লাশ উত্তোলনের ম্যাজিস্ট্রেট নিয়োগকরণ সংক্রান্ত কার্যক্রম।
  8. আইন-শৃঙখলা নিয়ন্ত্রণ ও পরীক্ষা কেন্দ্রে ফৌকাবি ১৪৪ ধারা জারী সংক্রান্ত কার্যক্রম।
  9. প্রাপ্ত চিঠিপত্র গ্রহণ ও রেজিস্টার ভুক্তকরণ কার্যক্রম।
  10. শাখার চিঠিপত্র ইস্যু কার্যক্রমের সেবা।
  11. সরকারী উকিলদের ভাতা, সম্মানী, রিটেইনার মঞ্জুরী ও বিল পরিশোধ সংক্রান্ত কার্যক্রম।
  12. জেলা ও আন্তঃ জেলায় প্রসেস জারী সংক্রান্ত কার্যক্রম।
  13. ভিকটিমের সাথে সাক্ষাত সংক্রান্ত কার্যক্রমের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনটি নির্দিষ্টি নথীতে দিয়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুমোদানেরজন্য পাঠানো হয়। অনুমোদন হয়ে আসার পর অনুমতিপত্র ইস্যু করা হয়।
  14. বিশেষক্ষমতা আইনে আটক ব্যক্তিদের সহিত সাক্ষাত কার্যক্রম বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবর আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনটি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুমোদন ক্রমে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ বরাবর মতামতের জন্য প্রেরণ করা হয়। উল্লেখ্য যে ডিভিশন প্রাপ্ত আসামীরা ১৫ (পনের) দিন অন্তর অন্তর সাক্ষাতের অনুমতি পান এবং অন্যান্য আসামীরা পঞ্জিকা মাসে ১ (এক) বার সাক্ষাতের অনুমতি পেয়ে থাকে।
  15. নিম্ন আদালত হতে প্রাপ্ত আদেশনামার কপি সংক্রান্ত কার্যক্রম।
  16. অভিযোগ সংক্রান্ত কার্যক্রমের সেবা কার্যক্রমঃ সরকারের উপ-সচিব থেকে তদুর্ধ্ব পর্যায়ে কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর মেজর থেকে তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণ এবং ব্যাক্তিগত পর্যায়ে যারা বৎসরে ২ (দুই) লক্ষটাকা আয়কর প্রদান করেন এবং ওয়ারিশান মূলে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। প্রাপ্ত আবেদনটি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুমোদন ক্রমে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ময়মনসিংহ বরাবর তদন্তের জন্য প্রেরণ করা হয়। পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ময়মনসিংহ এর মতামত পাওয়ার পর তা লং ব্যারেল এরক্ষেত্রে সরকারী ফি জমা দেয়ার পর লাইসেন্স প্রদান করা হয়। শর্ট ব্যারেলের ক্ষেত্রে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবেদনকারীর ব্যাক্তিগত সাক্ষাতকার গ্রহণ পূর্বক প্রয়োজনীয়তা যাচাই যথার্থ মনে করিলে পূর্বানুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর লাইসেন্স ইস্যু করা হয়।
  17. এসিড লাইসেন্স সংক্রান্ত সেবা। আবেদন প্রাপ্তির পর যথাযথভাবে তদন্ত করা হয় এবং পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার অভিমত গ্রহণ করা হয়। অতঃপর সার্বিক দিক বিবেচনান্তে এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ এবং বিধি ২০০৪ আলোকে কার্যক্রম সম্পাদিত হয়।
  18. মহামান্য সুপ্রিম কোর্ট/হাইকোর্ট কর্তৃক মিস, রিভিশন, আপিল ও রীট পিটিশন সংক্রান্ত কার্যক্রমের সেবা। মহামান্য সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগ হতে কোন আদেশ পাওয়ার পর টেলিফোনে সহকারী রেজিস্টারের নিকট হতে তার সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
  19. মহামান্য হাইকোর্ট হইতে তলবকৃত মামলার নথি প্রেরণ সংক্রান্ত কার্যক্রম ।
  20. মহামান্য হাইকোর্ট/বিজ্ঞ জেলা জজ কর্তৃক প্রদত্ত আদেশ (মামলার রায়) বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম।
  21. বিবিধ সেবা

চলতি প্রকল্পসমূহ

আপাতত চলমান কোন প্রকল্প নেই।


কার্যক্রম

 

১। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু ও নবায়নঃ

(ক) নতুন একনলা ও দোনলা বন্দুক/রাইফেল-এর লাইসেন্স ইস্যুর জন্য আবেদন প্রাপ্তির পর তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ, বরাবর প্রেরণ করা হয়। প্রতিবেদন প্রাপ্তির পর ব্যক্তিগত শুনানী গ্রহণপূর্বক নতুন লাইসেন্স ইস্যু করা হয়। পিসত্মল/রিভলবার-এর লাইসেন্স প্রাপ্তির আবেদনের সাথে সাথে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর লাইসেন্স প্রদানের অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

            (খ) লাইসেন্স নবায়নের ফি প্রদানপূর্বক নবায়নের জন্য আবেদন করলে সাথে সাথে নবায়ন করা হয়। 

২। এসিড ও সালফার এর লাইসেন্স প্রদান ও নবায়নঃ

(ক) আবেদন প্রাপ্তির পর তা কোন কর্মকর্তা কর্তৃক  তদন্ত এর জন্য প্রেরণ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষা করে লাইসেন্স প্রদান করা হয়।

            (খ) লাইসেন্স নবায়নের ফি প্রদানপূর্বক নবায়নের জন্য আবেদন করলে সাথে সাথে নবায়ন করা হয়।

 

৩। ওয়াজ/ওরশ /মেলা অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

জেলা প্রশাসক বরাবর আবেদন করলে পুলিশ সুপার এর নিকট তদন্তের জন্য প্রেরণ করা হয়। প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে ওয়াজ/ওরশ /মেলা  অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

আবেদন প্রাপ্তির এক দিনের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

৫। বিভিন্ন সভা/সেমিনার ও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

আবেদন প্রাপ্তির এক দিনের মধ্যে তদমত্মক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুনিগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

৬।  ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি প্রদানঃ

            আবেদন প্রাপ্তির পর পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

৭।      মহামান্য হাই কোর্টের বিভিন্ন আদেশ তামিলঃ

            আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

৮। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের আদেশ তামিলঃ

            আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

৯। বিজ্ঞ দেওয়ানী আদালতের ডিক্রী জারীর আদেশ তামিলঃ

            বিজ্ঞ আদালতের চাহিদাপত্র প্রাপ্তির পর ধার্য তারিখের পূর্বেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

১০। বিভিন্ন জেলা হতে প্রাপ্ত প্রসেস (নোটিশ/সমন/ওয়ারেন্ট) তামিলঃ

            প্রসেস প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১১। বিভিন্ন আদালত হতে প্রাপ্ত সাক্ষীর প্রসেস (সমন/ওয়ারেন্ট) তামিলঃ

            প্রসেস প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১২। ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন ও সুরতহাল রিপোর্ট প্রস্ত্ততকালে উপস্থিত থাকার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগঃ

          বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৩। বিজ্ঞ পিপি, স্পেশাল পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিগণের ভাতাদি প্রদানঃ

            বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিল দাখিলের পর বিধি অনুসরণপূর্বক চেক প্রদানের ব্যবস্থা করা হয়।

১৪। ছাপাখানার ঘোষণাপত্র প্রদানঃ

আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশিস্নষ্ট অফিসে তদন্তের জন্য প্রেরণ করা হয়।  প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষা করে ঘোষণাপত্র প্রদান করা হয়।

১৫। পত্রিকার ঘোষণাপত্র প্রদানঃ

আবেদন প্রাপ্তির সাথে সাথে তদমেত্মর জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ বরাবর এবং ছাড়পত্রের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন ও ছাড়পত্র পাওয়ার পর পরীক্ষা করে ঘোষণাপত্র প্রদান করা হয়।

১৬। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ :

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রামত্ম যে-কোন সংবাদ পাওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া যে-কোন সংস্থার চাহিদার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

 

১৭। মুন্সিগঞ্জ জেলা কারাগারের বিভিন্ন কার্যক্রম পরিচালনাঃ

জেলা কারাগারে মাসিক ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মাসিক পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

১৮। কারাগারের বন্দী মুক্তি প্রদান কার্যক্রমঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বন্দী মুক্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়।  অনুমোদনের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়।

 

১৯। পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনাঃ

বিভিন্ন পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষাকেন্দ্রে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

২০। মোবাইল কোর্ট পরিচালনাঃ

মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসীলভূক্ত প্রায় সকল আইনের আওতায় উপজেলা নির্বাহী অফিসারগণ প্রমাপ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এ কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করেন এবং এ কার্যালয়ের  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থার চাহিদার প্রেক্ষেতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত মাসিক প্রতিবেদন নিয়মিত প্রেরণ করা হয়।

 

২১। মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে টাস্কফোর্স অভিযান পরিচালনাঃ

মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে  টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষেতেও টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

২২।     ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীঃ

যে-কোন সংস্থার চাহিদার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জ সদর এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়। সদর এলাকার বাহিরে সংশিস্নষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীর নির্দেশ প্রদান করা হয়।

২৩। নির্বাহী তদন্ত সম্পন্নকরণঃ

চাহিদা প্রাপ্তির সাথে সাথে তদমত্মক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।  প্রতিবেদন পাওয়ার পর তা কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়।

২৪। জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনাঃ

জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করাসহ অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করা হয়।

২৫ বৈবাহিক অবস্থা সম্পর্কিত সনদ প্রদান

         নিধারিত ফি সহ আবেদন প্রাপ্তির পর তদন্তেরজন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মুন্সিগঞ্জ বরাবর প্রেরন করা হয়। প্রতিবেদন প্রাপ্তির পর সনদ প্রদান করা হয়।


যোগাযোগ

জুডিশিয়াল মু্ন্সিখানা শাখা ফোন:০২-৭৬১২৪০৮ জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ।


অন্যান্য

0


ছবি
www.munshiganj.gov.bd/dcoffice_section/88fa3bfa_2015_11e7_8f57_286ed488c766/JM2222222222.gif
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা