জেলা রেকর্ড রুম শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের দ্বিতীয় তলায় ২০৫ নং কক্ষে অবস্থিত। এ শাখার দায়িত্বে থাকেন একজন সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার। সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতীত প্রত্যেহ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত শাখাটি খোলা থাকে। এটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আওতাভুক্ত একটি শাখা।
ক্র: নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র
|
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)
|
শাখার নাম সহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবি , রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
সি.এস, এস.এ, আর. এস , বিআরএস ও নামজারী খতিয়ানের জাবেদা নকল |
আবেদনের ক্ষেত্রে সময়: ০৭ কার্য দিবস |
আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে। |
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডাক যোগে পেতে আবেদন ফি ১০০/- টাকা এবং পোস্টাল ফি (দেশের ভিতরে) ৪০/- টাকা |
সহকারী কমিশনার রেকর্ডরুম শাখা মুন্সীগঞ্জ। রুম নম্বর-২০৫ ফোন নং- ০১৮৪৩৭৮৯৯১৮ ই-মেইল: rrdcmunshiganj@mopa.gov.bd |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন্সীগঞ্জ। রুম নম্বর- ৩১১ ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩ ই-মেইল: adcrevenuemunshiganj@gmail.com |
২. |
মৌজা ম্যাপ (নক্সা) সরবরাহ |
সময়: ০৭ কার্য দিবস |
আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে। |
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডাক যোগে পেতে আবেদন ফি ৫২০/- টাকা এবং পোস্টাল ফি (দেশের ভিতরে) ১১০/- টাকা |
ভূমি মন্ত্রণালয় হতে ডাকযোগে গ্রাহকের নিকট প্রেরণ করা হয় |
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা |
৩. |
বিভিন্ন আদালত/ সহকারী কমিশনার (ভূমি) /অন্যান্য আদালতের মামলার জাবেদা নকল |
আবেদনের ক্ষেত্রে ০৭ কার্য দিবস
|
মামলা নম্বর/কোন আদালতের মামলা, মামলার বিস্তারিত বিবরণ, উপজেলার নাম উল্লেখ করে আবেদন করতে হবে। |
২০/- টাকার কোর্টফিসহ আবেদন। প্রয়োজনীয় কার্টিজ পেপার সংযোজন করে আবেদন করতে হবে। (প্রতিটি পাতার জন্য ২ টাকা কোর্টফি সংযুক্ত করতে হবে।) |
সহকারী কমিশনার রেকর্ডরুম শাখা মুন্সীগঞ্জ। ফোন নং- ০১৮৪৩৭৮৯৯১৮ ই-মেইল: rrdcmunshiganj@mopa.gov.bd |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন্সীগঞ্জ। রুম নম্বর-৩১১ ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩ ই-মেইল: adcrevenuemunshiganj@gmail.com |
৪ |
এন্ট্রিকৃত ভূল পর্চা সংশোধন |
৭ কার্যদিবস |
আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে। |
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি ২০/- টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। |
সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন্সীগঞ্জ। রুম নম্বর-৩১১ ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩ ই-মেইল: adcrevenuemunshiganj@gmail.com |
আপাতত চলমান কোন চলতি প্রকল্প নেই।
জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস