Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেকর্ডরুম শাখা
বিস্তারিত

জেলা রেকর্ড রুম শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের দ্বিতীয় তলায় ২০৫ নং কক্ষে অবস্থিত। এ শাখার দায়িত্বে থাকেন একজন সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী কমিশনার। সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতীত প্রত্যেহ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত শাখাটি খোলা থাকে। এটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আওতাভুক্ত একটি শাখা।

বি. দ্র.: রেকর্ডরুম শাখা হতে সরাসরি কোন খতিয়ান বা পর্চা বিতরণ করা হয়না।

খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করার ০৩(তিন) কার্যদিবসের মধ্যে ডাকযোগে আবেদনকারীর নিকট খতিয়ান সরবরাহ করা হয়।


নাগরিক সেবা

ক্র: নং

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র


সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)


শাখার নাম সহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবি , রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল

১.

সি.এস, এস.এ, আর. এস , বিআরএস ও নামজারী খতিয়ানের জাবেদা নকল

আবেদনের ক্ষেত্রে সময়: ০৭ কার্য দিবস

আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে  ডাক যোগে পেতে আবেদন ফি ১০০/- টাকা এবং পোস্টাল ফি (দেশের ভিতরে) ৪০/- টাকা

সহকারী কমিশনার

রেকর্ডরুম শাখা

মুন্সীগঞ্জ।

রুম নম্বর-২০৫

ফোন নং- ০১৮৪৩৭৮৯৯১৮

ই-মেইল: rrdcmunshiganj@mopa.gov.bd

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

মুন্সীগঞ্জ।

রুম নম্বর- ৩১১

ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩

ই-মেইল: adcrevenuemunshiganj@gmail.com

২.

মৌজা ম্যাপ (নক্সা) সরবরাহ

সময়: ০৭ কার্য দিবস

আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে  ডাক যোগে পেতে আবেদন ফি ৫২০/- টাকা এবং পোস্টাল ফি (দেশের ভিতরে) ১১০/- টাকা

ভূমি মন্ত্রণালয় হতে ডাকযোগে গ্রাহকের নিকট প্রেরণ করা হয়

ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

৩.

বিভিন্ন আদালত/ সহকারী কমিশনার (ভূমি) /অন্যান্য আদালতের মামলার জাবেদা নকল

আবেদনের ক্ষেত্রে ০৭ কার্য দিবস

 


মামলা নম্বর/কোন আদালতের

মামলা, মামলার বিস্তারিত বিবরণ, উপজেলার নাম উল্লেখ করে আবেদন করতে হবে। 

২০/- টাকার কোর্টফিসহ আবেদন।

প্রয়োজনীয় কার্টিজ পেপার সংযোজন করে আবেদন করতে হবে।

(প্রতিটি পাতার জন্য ২ টাকা কোর্টফি সংযুক্ত করতে হবে।)

সহকারী কমিশনার

রেকর্ডরুম শাখা

মুন্সীগঞ্জ।

ফোন নং- ০১৮৪৩৭৮৯৯১৮

ই-মেইল:  rrdcmunshiganj@mopa.gov.bd

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

মুন্সীগঞ্জ।

রুম নম্বর-৩১১

ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩

ই-মেইল:   

adcrevenuemunshiganj@gmail.com

এন্ট্রিকৃত ভূল পর্চা সংশোধন

৭ কার্যদিবস

আবেদনের ক্ষেত্রে land.gov.bd তে আবেদন করতে হবে।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে   আবেদন ফি ২০/- টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

মুন্সীগঞ্জ।

রুম নম্বর-৩১১

ফোন নং- ০১৭৬২৬৮৭২৫৩

ই-মেইল:  

adcrevenuemunshiganj@gmail.com


চলতি প্রকল্পসমূহ

আপাতত চলমান কোন চলতি প্রকল্প নেই।


কার্যক্রম
  • খতিয়ানের সার্টিফাইড কপি তৈরি করে ডাকযোগে হস্থান্তর
  • ভূমি রেকর্ড সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রিকরণ, সংশোধন
  • এডিএম কোর্ট, নির্বাহী কোর্ট ও রাজস্ব সংক্রান্ত মামলার নকল সরবরাহ
  • পাবলিক রেকর্ড সংরক্ষণ
  • জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুত ভূমি রেকর্ড সংরক্ষণ
  • রেকর্ড শ্রেণীবিন্যাস বাছাই ও ধ্বংসকরণ
  • দেওয়ানী, ফৌজদারী ও রাজস্ব আদালতের চাহিদা অনুযায়ী রেকর্ড ও তথ্য সরবরাহ

যে ধরনের সেবা রেকর্ডরুম থেকে দেওয়া হয় না


  • খতিয়ান বা পর্চা এই শাখা থেকে সরাসরি নাগরিকদের সরবরাহ করা হয়না। খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করার ০৩(তিন) কার্যদিবসের মধ্যে ডাকযোগে আবেদনকারীর নিকট খতিয়ান সরবরাহ করা হয়।
  • মূল রেকর্ড বই এর কোন ভুল / ডাটা মিসিং বা যেকোন ধরনের কারেকশন এমনকি দাড়ি, কমা, ডট এরও পরিবর্তনসূচক কোন কর্মকান্ড এখান থেকে করা যায় না।
  • মূল খতিয়ান বই ঝরা থাকলে অন্য কোন ডকুমেন্টস যেমন পূর্বের কোন খতিয়ান, বা ভূমি অফিসের অন্য যেকোন ধরনের কাগজপত্র, রেজিস্টার বা দলিল দেখে খতিয়ান বা পর্চা সরবরাহ করা হয়না। 
  • সার্টিফাইড কপি ব্যতীত অন্য কোন ধরনের প্রিন্ট/ ফটোকপি ইত্যাদি সরবরাহ করা হয় না।
  • জরিপের বিভিন্ন ধাপের আপীল-আপত্তি, ৩০-৩১ ধারার নথি, ওয়ার্কিং ভলিউম ইত্যাদির কোন কপি/ সার্টিফাইড কপি সরবরাহ করা হয় না। 
  • জমির কোন প্রকার দলিল এখানে পাওয়া যায়না। 
  • মৌজা-ম্যাপের কপি সরবরাহ করা হয় না। মৌজা ম্যাপের জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডাকযোগে পেতে আবেদন ফি ৫২০/- টাকা এবং পোস্টাল ফি (দেশের ভিতরে) ১১০/- টাকা পরিশোধ সাপেক্ষে ভূমি মন্ত্রণালয় হতে ডাকযোগে গ্রাহকের নিকট ম্যাপ সরবরাহ করা হয়।
  • নামজারি সংক্রান্ত খতিয়ান এখান থেকে সরবরাহ করা হয় না।

যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ


অন্যান্য

0


শাখার ফর্মসমূহ
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা