Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় সরকার শাখা
নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১।

ইউপি সচিবদের বেতন ভাতা প্রদান।

মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর ইউ:পি সচিবদের ৭৫% বেতনভাতা এবং উপজেলা হতে অর্থ প্রাপ্তির পর ২৫% বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা করা হয়।

১০ দিন

-----------------

০২।

ইউপি সচিবদের আনুতোষিক প্রদান

আবেদন প্রাপ্তির পর দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

১০ দিন

আবেদনে কোন ত্রুটি থাকলে তা সংশোধন পূর্বক আবেদন দাখিলার জন্য আবেদনকারীকে বলা হয়।

০৩।

ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মানীভাতা এবং ইউপি গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান।

মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর চেকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীঅফিসারের মাধ্যমে পরিশোধ করা।

১০ দিন

----------------

০৪।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সদস্য ও সচিবদের বিরুদ্ধে অভিযোগ।

অভিযোগ প্রাপ্তির পর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১০ দিন

তদন্তকারী কমৃকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণে দেরী হলে তাগিদ প্রদানের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৫।

রাস্তাঘাট মেরামত নির্মাণ সংক্রান্ত আবেদন।

আবেদন প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়।

১০ দিন

----------------

০৭।

ইউপি গ্রাম পুলিশদের পোষাক সরবরাহ

মন্ত্রণালয় হতে বরাদ্ধ প্রাপ্তির পর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইউ:পি গ্রাম পুলিশদের অনুকূলে পোষাক সরবরাহ করা হয়।

০৩ মাস

----------------

০৮।

অডিট আপত্তি, স্বত্ত্ব মামলা, রীট পিটিশন ইত্যাদি জবাব

বিভিন্ন উপজেলা হতে জবাব প্রাপ্তির পরই দ্রুত সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়।

০১ সপ্তাহ

----------------


চলতি প্রকল্পসমূহ

আপাতত চলমান কোন প্রকল্প নেই।


কার্যক্রম

১. ইউনিয়নপরিষদনির্বাচন;

২. উপজেলাপরিষদনির্বাচন;

৩. ইউনিয়নপরিষদওউপজেলাপরিষদেরউপনির্বাচন;

৪. ইউনিয়নপরিষদসচিবনিয়োগ, বদলি, অপসারন;

৫.  ইউনিয়নপরিষদগ্রামপুলিশ(মহল্লাদার-দফাদার) দেরনিয়ন্ত্রন, বেতনভাতা, পোষাকওআনুসঙ্গিক   সরঞ্জামাদিসরবরাহ;

৬. ইউনিয়দপরিষদসচিবদেরবেতনভাতাপ্রদান;

৭. ইউনিয়নপরিষদচেয়ারম্যান/সদস্যদেরসম্মানী;

৮. ইউনিয়নপরিষদচেয়ারম্যান, সদস্যওসচিবদেরপ্রশিক্ষণ;

৯. ইউনিয়নপরিষদসীমানাপুন:নির্ধারণ, বিভাজন, নতুনগ্রাম/মহল্লাসৃজন;

১০. ইউনিয়নপরিষদবাজেটঅনুমোদন;

১১. ইউনিয়নপরিষদকর্তৃকজন্ম-মৃত্যুনিবন্ধননিশ্চিতকরণ;

১২. শুমারীসংক্রান্তকাজেসহায়তা;

১৩. উপজেলাপরিষদ, জেলাপরিষদওপৌরসভারকাজেরঅগ্রগতিপর্যবেক্ষণওউর্দ্ধতনকর্তৃপক্ষকেঅবহিকরন;

১৪. পৌরসভায়মূল্যায়নরিপোর্টপ্রেরণ;

১৫. উপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয়েরকাজেরতদারক;

১৬. এ জেলার বিভিন্ন উপজেলা ও ‘খ’ও ‘গ’শ্রেণীভুক্ত পৌরসভায় বিদ্যামানহাট-বাজারের ইজারা সংক্রান্ত অভিযোগ নিস্পত্তি

১৭. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কতৃর্ক জম্ম ও মৃত্যু নিবন্ধন কাযক্রম গ্রহণের উৎথাপিতঅভিযোগ নিষ্পত্তি।

১৮. ইউনিয়ন পরিষদ এর নিবতি চেয়ারম্যান ওয়ার্ড সদস্য/সদস্যার বিরুদ্ধ উথাপিত অভিযোগ প্রপ্তির পর  তদন্তের জন্যপ্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরন করা হয়।

১৯. পৌরসভার নিবার্চিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য/ সদস্যাদের বিরুদ্ধেউথাপিত অবভযোগ সংকান্ত্র।

২০. বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ আওতাদীন এলাকায় বিদ্যামন স্যানিটেশন ও পয়-নিষ্কাশন সংক্রান্ত অভিযোগ ও স্যানিটেশন সম্পকির্ত তথ্য গ্রহণ ওপ্রেরণ।

২১. এ জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিব, দফাদার ও মহল্লাদারদের বিরুদ্ধেউথাপিত অভিযোগ প্রাপ্তির পর তদন্তের জন্য প্রেরণ করা হয়।যুক্তি সংগত সময়ের মধে তদন্তকাযর্ক্রম সম্পন্নের পর পংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকটপেরণ করা হয়।

২২. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাযার্লয় এবং উপজেলা পরিষদ কতৃর্ক গৃহীতবিভিন্ন উন্নয়নমূলক কাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ

২৩. জেলা পরিষদ, এলজিইডি, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বার্ড ওউপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও হাট বাজারের দর পত্র বিক্রি ও দাখিল সংক্রান্ত।

২৪. জেলা নিবার্চন কায়ার্লয় কতৃর্ক নিবার্চন সংক্রান্ত গৃহীত বিভিন্নকাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ।

২৫. ইউনিয়ন পরিষদ কতৃর্ক আরোপিত করনিরপণের আদায়ের উথাপিতঅভিযোগ।


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জ।টেলিফোন -০২-৭৬১১১০৬


অন্যান্য

0


ছবি
www.munshiganj.gov.bd/dcoffice_section/88fa2b9d_2015_11e7_8f57_286ed488c766/LG22222222.gif
ভারপ্রাপ্ত কর্মকর্তা