ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান। |
০১। |
ইউপি সচিবদের বেতন ভাতা প্রদান। |
মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর ইউ:পি সচিবদের ৭৫% বেতনভাতা এবং উপজেলা হতে অর্থ প্রাপ্তির পর ২৫% বেতন ভাতা পরিশোধের ব্যবস্থা করা হয়। |
১০ দিন |
----------------- |
০২। |
ইউপি সচিবদের আনুতোষিক প্রদান |
আবেদন প্রাপ্তির পর দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ |
১০ দিন |
আবেদনে কোন ত্রুটি থাকলে তা সংশোধন পূর্বক আবেদন দাখিলার জন্য আবেদনকারীকে বলা হয়। |
০৩। |
ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মানীভাতা এবং ইউপি গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান। |
মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তির পর চেকের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীঅফিসারের মাধ্যমে পরিশোধ করা। |
১০ দিন |
---------------- |
০৪। |
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সদস্য ও সচিবদের বিরুদ্ধে অভিযোগ। |
অভিযোগ প্রাপ্তির পর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
১০ দিন |
তদন্তকারী কমৃকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণে দেরী হলে তাগিদ প্রদানের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। |
০৫। |
রাস্তাঘাট মেরামত নির্মাণ সংক্রান্ত আবেদন। |
আবেদন প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়। |
১০ দিন |
---------------- |
০৭। |
ইউপি গ্রাম পুলিশদের পোষাক সরবরাহ |
মন্ত্রণালয় হতে বরাদ্ধ প্রাপ্তির পর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইউ:পি গ্রাম পুলিশদের অনুকূলে পোষাক সরবরাহ করা হয়। |
০৩ মাস |
---------------- |
০৮। |
অডিট আপত্তি, স্বত্ত্ব মামলা, রীট পিটিশন ইত্যাদি জবাব |
বিভিন্ন উপজেলা হতে জবাব প্রাপ্তির পরই দ্রুত সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়। |
০১ সপ্তাহ |
---------------- |
আপাতত চলমান কোন প্রকল্প নেই।
১. ইউনিয়নপরিষদনির্বাচন;
২. উপজেলাপরিষদনির্বাচন;
৩. ইউনিয়নপরিষদওউপজেলাপরিষদেরউপনির্বাচন;
৪. ইউনিয়নপরিষদসচিবনিয়োগ, বদলি, অপসারন;
৫. ইউনিয়নপরিষদগ্রামপুলিশ(মহল্লাদার-দফাদার) দেরনিয়ন্ত্রন, বেতনভাতা, পোষাকওআনুসঙ্গিক সরঞ্জামাদিসরবরাহ;
৬. ইউনিয়দপরিষদসচিবদেরবেতনভাতাপ্রদান;
৭. ইউনিয়নপরিষদচেয়ারম্যান/সদস্যদেরসম্মানী;
৮. ইউনিয়নপরিষদচেয়ারম্যান, সদস্যওসচিবদেরপ্রশিক্ষণ;
৯. ইউনিয়নপরিষদসীমানাপুন:নির্ধারণ, বিভাজন, নতুনগ্রাম/মহল্লাসৃজন;
১০. ইউনিয়নপরিষদবাজেটঅনুমোদন;
১১. ইউনিয়নপরিষদকর্তৃকজন্ম-মৃত্যুনিবন্ধননিশ্চিতকরণ;
১২. শুমারীসংক্রান্তকাজেসহায়তা;
১৩. উপজেলাপরিষদ, জেলাপরিষদওপৌরসভারকাজেরঅগ্রগতিপর্যবেক্ষণওউর্দ্ধতনকর্তৃপক্ষকেঅবহিকরন;
১৪. পৌরসভায়মূল্যায়নরিপোর্টপ্রেরণ;
১৫. উপজেলানির্বাহীঅফিসারেরকার্যালয়েরকাজেরতদারক;
১৬. এ জেলার বিভিন্ন উপজেলা ও ‘খ’ও ‘গ’শ্রেণীভুক্ত পৌরসভায় বিদ্যামানহাট-বাজারের ইজারা সংক্রান্ত অভিযোগ নিস্পত্তি
১৭. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কতৃর্ক জম্ম ও মৃত্যু নিবন্ধন কাযক্রম গ্রহণের উৎথাপিতঅভিযোগ নিষ্পত্তি।
১৮. ইউনিয়ন পরিষদ এর নিবতি চেয়ারম্যান ওয়ার্ড সদস্য/সদস্যার বিরুদ্ধ উথাপিত অভিযোগ প্রপ্তির পর তদন্তের জন্যপ্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরন করা হয়।
১৯. পৌরসভার নিবার্চিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য/ সদস্যাদের বিরুদ্ধেউথাপিত অবভযোগ সংকান্ত্র।
২০. বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ আওতাদীন এলাকায় বিদ্যামন স্যানিটেশন ও পয়-নিষ্কাশন সংক্রান্ত অভিযোগ ও স্যানিটেশন সম্পকির্ত তথ্য গ্রহণ ওপ্রেরণ।
২১. এ জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিব, দফাদার ও মহল্লাদারদের বিরুদ্ধেউথাপিত অভিযোগ প্রাপ্তির পর তদন্তের জন্য প্রেরণ করা হয়।যুক্তি সংগত সময়ের মধে তদন্তকাযর্ক্রম সম্পন্নের পর পংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকটপেরণ করা হয়।
২২. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাযার্লয় এবং উপজেলা পরিষদ কতৃর্ক গৃহীতবিভিন্ন উন্নয়নমূলক কাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ
২৩. জেলা পরিষদ, এলজিইডি, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বার্ড ওউপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও হাট বাজারের দর পত্র বিক্রি ও দাখিল সংক্রান্ত।
২৪. জেলা নিবার্চন কায়ার্লয় কতৃর্ক নিবার্চন সংক্রান্ত গৃহীত বিভিন্নকাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ।
২৫. ইউনিয়ন পরিষদ কতৃর্ক আরোপিত করনিরপণের আদায়ের উথাপিতঅভিযোগ।
জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জ।টেলিফোন -০২-৭৬১১১০৬
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস