জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ,শিক্ষার মান উন্নয়ন,বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যকলাপের উন্নয়ন,সমাজ কল্যাণ, কর্মচারীদের কল্যাণ,মূলক কার্যাদি এই শাখা থেকে সম্পন্ন হয়।
সিটিজেন চার্টার
শিক্ষা শাখা
জেলা প্রশাসকের কার্যালয়
মুন্সীগঞ্জ ।
ক্রমিক নং |
কর্ম পরিকল্পনা |
সেবা প্রদানের পদ্ধতি |
কাজের ধরণ |
সেবা প্রদানের নির্ধারিত সময় |
সেবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী |
সেবা না পেলে করণীয় |
||
নুন্যতম |
সবের্বাচ্য |
|||||||
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
|
০১ |
পরীক্ষা সংক্রান্ত কার্যাবলী |
(ক)এসএসসি/এইচএসসি/আলীম/ফাজিল/কামিল পরীক্ষা সহ জাতীয় বিশ্ববিদ্যারয়ের অধীনে সকল পরীক্ষার প্রশ্নপত্র ঢাকা হতে আনয়ন । (খ) সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য ম্যাজিষ্ট্রেট নিয়োগ/ভিজিল্যান্স টিম সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ । (গ) এসএসসি/এইচএসসি পরীক্ষার ফলাফল ঢাকা হতে আনয়ন ও বিতরণ । |
(ক)বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় ।(খ)বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । (গ)বোর্ড হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় । |
বোর্ড/বিশ্ববিদ্যালয় হতে তারিখ ও সময় । |
ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষা শাখা/অফিস সহকারী । |
জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে । |
||
০২ |
অভিযোগ |
শিক্ষা প্রতিষ্ঠান/শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । |
বিষয়টির সত্যতা নিরুপনের লক্ষ্যে তদন্তের জন্য প্রেরণ ও প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ । |
নথির ক্ষেত্রে সহকারীর নিকট ০১ দিন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ০৩ দিন এবং তদন্তের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ দিন । |
|
|
||
০৩ |
সিডিউল |
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে প্রাপ্ত সিডিউল গ্রহণ পূর্বক বিক্রয় । |
সংশ্লিষ্ট অফিস হতে প্রাপ্ত পত্রের আলোকে নির্ধারিত সময়ে গ্রহণ ও প্রেরণ করা হয় । |
সংশ্লিষ্ট অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান হতে নির্ধারিত তারিখ ও সময় ।
|
|
|
||
০৪ |
কমিটি গঠন |
কমিটির সদস্যদের যোগ্যতা যাচাই পূর্বক মনোনয়নের জন্য সুপারিশ সহকারে বোর্ডে প্রেরণ । |
সরকারী নীতিমালা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় । |
|
০৭দিন |
|
||
০৫ |
বিবিধ |
(ক) শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ । (খ) সময়ে সময়ে প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নামে প্রাপ্ত বৃত্তির চেক প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । |
সংশ্লিষ্ট অফিস হতে প্রাপ্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় । |
সংশ্লিষ্ট অফিস হতে নির্ধারিত তারিখ ও সময় । |
|
|
আপাতত চলমান কোন প্রকল্প নেই।
জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ,শিক্ষার মান উন্নয়ন,বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যকলাপের উন্নয়ন,সমাজ কল্যাণ, কর্মচারীদের কল্যাণ,মূলক কার্যাদি এই শাখা থেকে সম্পন্ন হয় ।এই শাখা থেকে নিমণরম্নপ কার্যাদি সম্পন্ন হয়ে থাকে :
(১)শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান বিষয়ক কার্যাদি ( প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর,আলিয়া, কওমী মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা, প্রভৃতি প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যাদি)-
· সার্কুলার সংরক্ষণ
· উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি
· প্রতিষ্ঠান সংক্রান্ত অন্যান্য কাজ
(২) পাবলিক পরীক্ষা( যেমন,এস.এস.সি, এইচ .এস.সি, স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন ডিপ্লোমা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পরীক্ষা ইত্যাদি)-
· সকল কেন্দ্র সচিবদের নিয়ে সভা
· প্রশ্ন সংগ্রহ
· ম্যাজিষ্ট্রেট নিয়োগ
· প্রশ্ন সংরক্ষণ
· প্রশ্ন বের করা
· প্রশ্ন কেন্দ্রে পৌঁছানো
· পরীক্ষার হল নিয়ন্ত্রণ
· উত্তর পত্র সংগ্রহ, সাজানো ও প্রেরণ
· পরীক্ষা পরবর্তী সভা
(৩) পরীক্ষার র্দুনীতি প্রতিরোধ;
(৪) গণশিক্ষা কার্যক্রম;
(৫) BNCC, Boy’s Scout ও র্গালস গাইড বিষয়ক কার্যাদি;
(৬) এতিম খানা বিষয়ক কাজ;
(৭) ছাত্র ছাত্রীদের কল্যান মূলক কাজ;
(৮) শিশু একাডেমী কর্তৃক পরিচালিত কাজে সাহায্য করা;
(৯) শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত জেলার নৃত্যকলা, সঙ্গীত প্রভৃতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা
(১০) পুরস্কার বা বিশেষ পুরস্কারের পদক্ষেপ;
(১১) গন উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়ন মূলক প্রকল্পের কাজ সম্পাদন;
(১২) বিভিন্ন ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কাজ;
(১৩) শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন;
(১৪) জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ
শিক্ষা শাখা ৭৬১২৯৮০জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জ।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস