Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (দুলাল)।এলাকায় সে দুলাল শেঠ নামে পরিচিতি  । তিনি ধনাঢ্য, সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিতি । তিনি সমাজের তথা নিজ এলাকার উন্নয়ন করার চিন্তা ভাবনা তার মাথায় চেপে বসে। সমাজ ,এলাকা বা দেশের  উন্নয়নের এক মাত্র চাবিকাঠি হলো শিক্ষা । অর্থ্যাৎ শিক্ষা ছাড়া কোন জাতির বা জনগোষ্ঠির উন্নতি সম্ভব নয় । তাই তিনি তার পিতামহ মরহুম আবুল হাসেম সাহেবের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করেন এবং ১৯৯৫ ইং সালে হোগলাগাঁও আবুল হাসেম জুনিয়র বিদ্যালয় নামে তার নিজ (ভাইদের সহ) জমিতে তাৎক্ষনিকভাবে মাটি ভরাট করে পাঁকা ভিঠিসহ উত্তরে-দক্ষিণে Lপ্যাঠান্ট টিন শেড্ ঘর স্থাপন করেন। ২০১১ সালে১৬৫’ ×২৬’ দৈর্ঘ্য দক্ষিণের ভিটিতে এবং ২০১২ সালে ১১৪’×২৬ দৈর্ঘ্য পূর্ব পার্শ্বে দুইটি চৌচালা টিন শেড্ ঘর আছে। পশ্চিম- দক্ষিণ কোনায় ৪৭’ ×৩৬’ এক তলা পাঁকা ভবণ আছে যা অফিস কক্ষ হিসেবে পরিচিত। এ পর্যন্ত কোন সরকারী ভবন বিদ্যালয় পায় নাই। সকল অবকাঠামোই বিদ্যালয় প্রতিষ্ঠাতার নিজস্ব অর্থায়নে তৈরী। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে শ্রীনগরু-নাগের হাট নামে পাঁকা রাস্তা আছে । বিদ্যুতের ব্যবস্থা আছে। বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত। বিদ্যালয়ের এস,এস,সি ফলাফল অত্যন্ত সন্তোষ  জনক। গত ২০০৮ সালে ১০০% পাশ করে এবং ২০১৩ সালে ১০০% পাশ করে, শুধু তাই নয় শ্রীনগর উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এস,এস,সি ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে । বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত এবং একটি উচ্চ বিদ্যালয়ে যা যা প্রয়োজন তা সবই প্রায় আছে।

এলাকায় সে দুলাল শেঠ নামে পরিচিতিvv 

 

প্রতিষ্ঠতাকালঃ  ১৯৯৫ খ্রীঃ ।