বিদ্যালয়টি শ্রীনগর উপজেলাধীন সাতগাঁও গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি ৩৮ সতাংশ জমির উপর অবস্থিত। এখানে একটি একতলা ভবন ও একটি টিনের ঘর আছে। শিক্ষক সংখ্যা ০৪ জন। একজন প্যারা শিক্ষক আছে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২০০ জন।
প্রতিষ্ঠানটি এলাকাবাসীর যৌথ উদ্দ্যেগে প্রতিষ্ঠা লাভ করে।
ক্র:নং | শ্রেনী | বালক | বালিকা | মোট |
1 | শিশু | 13 | 12 | 25 |
2 | প্রথম | 22 | 31 | 53 |
3 | দ্বিতীয় | 19 | 20 | 39 |
4 | তৃতীয় | 08 | 21 | 29 |
5 | চতুর্থ | 13 | 16 | 29 |
6 | পঞ্চম | 15 | 09 | 24 |
সর্বমোট | 90 | 109 | 199 |
ক্র.নং | নাম | পদবী |
1 | সুনীল সরকার | সভাপতি |
2 | মো. আয়নাল মোল্লা | সহ-সভাপতি |
3 | মোবাশ্বেরা চৌধুরী | সদস্য সচিব |
4 | নারায়ন চন্দ্র সরকার | সদস্য |
5 | আফরোজা আক্তার | সদস্য |
6 | মো. মোশারফ হোসেন | সদস্য |
7 | প্রদীপ মন্ডল | সদস্য |
8 | রিংকু রানী দাস | সদস্য |
9 | কিরণ বেগম | সদস্য |
10 | হাছিনা বেগম | সদস্য |
11 | শেখ আবুল কাশেম | সদস্য |
ক্রমিক নং | পাশের সন | পাশের হার |
1. | 2006 | ৫০ % |
2. | 2007 | ৯৩ % |
3. | 2008 | ৯৫ % |
4. | 2009 | ১০০ % |
5. | 2020 | ১০০ % |
২০১১ সালে সমাপনী পরীক্ষায় ১০০% পাস।
ভবিষ্যতে বিদ্যালয়টি শ্রীনগর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসেবে স্থান লাভ করবে। এটিকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান আরো উন্নত করা হবে।
মোবাশ্বেরা চৌধুরী
প্রধান শিক্ষক,
সাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোবাইল: ০১৭১৮৯৫৫৭৭৬
ক্র.নং | শ্রেণী | নাম | ||
|
| রোল -০১ | রোল -০২ | রোল -৩ |
1 | প্রথম শ্রেণী | জান্নাতুল ফেরদৌস | রিয়া আক্তার | তাহমিনা আক্তার |
2 | দ্বিতীয় শ্রেণী | মো. ইমন | মো. মাসুদ | মো. তাজিম |
3 | তৃতীয় শ্রেণী | এমি পাল | সারমিন আক্তার | আরিফা আক্তার |
4 | চতুর্থ শ্রেণী | মো. রোমান | তমা মন্ডল | মো. শাকিল |
5 | পঞ্চম শ্রেণী | মো. তারেক | সাব্বিনাহার | রত্না আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস