অত্র বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন গাঁওদিয়া ইউনিয়নের অমত্মর্গত সবুজে ঘেরা শামুরবাড়ী গ্রামে অবস্থিত। তিনটি শ্রেণিক্ষ ও একটি অফিস কক্ষসহ মোট চার শক্ষ বিশিষ্ট বিদ্যালয়টি দীমুখী।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম শামুরবাড়ী গ্রামের জনাব আলহাজ্ব মোঃ নুরম্নল ইসলাম খান সাহেব উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সাথে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগীতা করেন। প্রথমে তাঁর নিজ বাড়ীতে (নিজ গৃহে) বিদ্যালয়ের কার্যক্রম শুরম্ন করা হয়। পরবর্তীতে একই গ্রামের জনাব মোঃ মঙ্গল বেপারী, জনাব মোঃ মোশাররফ হোসেন খান, জনাব মোঃ আক্কেল আলী বেপারী, জনাব মোঃ আইয়ূব আলী বেপারী, জনাব মোঃ খবিরউদ্দিন খান, জনাব মোঃ লিয়াকত হোসেন খান, জনাব মোঃ আয়নাল হোসেন খান, জনাব মোঃ মোফাজ্জল হোসেন খান এবং জনাব আব্দুল মজিদ মোলস্না সাহেবদের দানকৃত জমিতে বিদ্যালয়টি স্থানামত্মরিত হয়। তার কিছুকাল পর ১৯৯৭ সালে বিদ্যালয়টি পদ্মার ভাঙ্গনের সম্মুখিন হলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় জনগনের সহায়তায় একই গ্রামের উত্তর পার্শ্বে জনাব আলহাজ্ব মোঃ গোলাম রসুল খান গং সাহেবদের জমিতে স্থানামত্মরিত হয়। পরবর্তীতে ২০০৫ সালে জনাব মোঃ আনোয়ার হোসাঈন মোলস্না গং সাহেবদের দানকৃত ৪৬.৫ শতাংশ জমিতে বিদ্যালয়টি স্থানামত্মরিত ও পুনণির্মান (পাকা ভবন) করা হয়। বিদ্যালয়টি ১/৭/১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী | মোবাইল নম্বর | |
১ | মোঃআনোয়ার হোসেন মোল্লা | সভাপতি | জমিদাতা সদস্য | ০১৫৫২৪১৪৮৯১ | |
২ | মির্জা ফজলুর রহমান | সহ-সভাপতি | অভিভাবক সদস্য | ০১৭১৭৬৩২১৭৫ | |
৩ | জনাব মোঃ ফরিদুর রহমান খান | সদস্য | শিক্ষানুরাগী | ০১৭১১ ৫৯ ৬৫ ৫৫ | |
৪ | জনাব মোঃ মীর হোসেন | সদস্য | অভিভাবক সদস্য | ০১৯৩৭০১৩৩৩৮ | |
৫ | বাবু প্রবীর কুমার মন্ডল | সদস্য |
| ০১৭১৭৬৬৩৫২১ | |
৬ | এস এম জ্যনাল আবেদীন | সদস্য | ঞ্জনপ্রতিনিধি | ০১৭১১১৮২৭৫৭ | |
৭ | শামী্মা আবেদিন | সদস্য | মহিলা শিক্ষানুরাগী | ০১৯৬৪৯০০৬৪১ | |
৮ | নুরুন্নাহার বেগম | সদস্য | মহিলা শিক্ষানুরাগী |
| |
৯ | হালিমা বেগম | সদস্য | মহিলা সদস্য |
| |
১০ | জনাবা উড়িয়া বেগম | সদস্য | মহিলা সদস্য |
| |
১১ | জনাব আঃ লতিফ | সদস্য | শিক্ষক প্রতিনিধি | ০১৭২২ ১৫ ৫৪ ৩৬ | |
১২ | জনাব মোঃ কাউছার আলী শেখ | সদস্য সচিব | প্রধান শিক্ষক | ০১৭১৭ ৮৮ ১৯ ২৪ |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সন | ছাত্র-ছাত্রীর সংখ্যা | পরীক্ষায় অংশগ্রহণ | কৃতকার্য | অকৃতকার্য | শতকরা পাশের হার |
২০০৭ ইং | ৩২ | ২৭ |
|
| ৪৫% |
২০০৮ ইং | ২৯ | ২০ |
|
| ৬০% |
২০০৯ ইং | ১৫ | ১০ | ১০ | ০ | ১০০% |
২০১০ ইং | ১৫ | ১৫ | ১৫ | ০ | ১০০% |
২০১১ ইং | ১৯ | ১৭ | ১৭ | ০ | ১০০% |
১। শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ২। সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, ৩। বিদ্যুৎতায়ন, ৪। শ্রেণিকক্ষ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা। |
১। সমাপনী পরীÿায় শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রাখা।
২। বিদ্যালয়ের মাঠ ভরাট করণ।
৩। বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মান ও গেট নির্মান করা।
৪। বিদ্যালয়ের আঙ্গিনায় স্থায়ী শহীদ মিনার নির্মান করা।
৫। শ্রেণিকÿÿ প্রজেক্টারের মাধ্যমে শিÿার্থীদের পাঠদান করা।
৬। ফুলের বাগান করা।
গ্রামঃ শামুরবাড়ী, ডাকঘরঃ গৌরগঞ্জ, উপজেলাঃ লৌহজং, জেলাঃ মুন্সীগঞ্জ।
(উপজেলা সদর হতে নওপাড়া বালিগাঁও রম্নটে বাস, টেম্পু অথবা অটোরিক্রা্যোগে পূর্ব বুরদিয়া বাস স্ট্যান্ডে নেমে রিক্রা্য়, অটো রিক্রা্য় অথবা টেম্পুযোগে আদর্শ বিদ্যাপীঠ।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস