শরীফাবাদসরকারি প্রাথমিক বিদ্যালয়টি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোড়াকান্দা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি বালিগাঁও বাজার থেকে ১০কিলোমিটার দক্ষিন দিকে পাকা রাস্তার পাশে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী
বিদ্যালয়ে ন্মিম লিখিত সহকারী শিক্ষকবৃন্দ রয়েছেন:
সহকারী শিক্ষকবৃন্দের তালিকা: ১। দেলোয়ার হোসেন ২।আব্দুর রহিম ৩।নাসরিন আক্তার ৪।ছাবিনা ইয়াসমিন ৫।মুক্তা আক্তার
ইতিহাসঃডহরী গ্রামের সিনহা ও বাছার পরিবারের সহযোগীতায় বিদ্যালয়টি স্থাপিত হয়। সিনহা পরিবারের এক সম্ভ্রান্ত মহিলার নামানুসারে বিদ্যালয়টির নাম করন করা হয়।
শ্রেণি | শিশু | প্রথম | দ্বিতীয় | তৃতীয় | চতুর্থ | পঞ্চম | মোট |
১০১ | ৯৬ | ১০৫ | ১৩৪ | ১১৯ | ৭৯ | ৬৩৪ |
নাম | পদবী |
ফকির মো: আজাদ | সভাপতি |
মাহবুব উল আলম | সহ সভাপতি |
দেলোয়ার হোসেন | সদস্য |
মো: সবুজ বেপারী | সদস্য |
ছানোয়ারা বেগম | সদস্য |
শোভা রানী | সদস্য |
সবিতা রানী | সদস্য |
মৌসুমি বেগম | সদস্য |
মুক্তা আখতার | সদস্য |
নাসরিন আক্তার | সদস্য |
বশিরুল ইসলাম | সদস্য সচিব |
সাল | মোট শিক্ষার্থী | পরীক্ষায় অংশ গ্রহন | পাশের হার | মন্তব্য |
২০০৭ | ১৫ | ১৫ | ১০০ | ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষা শুরু। |
২০০৮ | ২৩ | ২২ | ৯৬ | |
২০০৯ | ৩৪ | ৩৪ | ১০০ | |
২০১০ | ৫৪ | ৫৪ | ১০০ |
|
২০১১ | ৬৭ | ৬৭ | ১০০ |
|
সাল | ট্যালেন্ট | সাধারণ |
২০০৭ | ৪ | ১ |
২০০৮ | ৩ | ১ |
২০০৯ | ৫ |
|
২০১০ | ২ |
|
২০১১ | ২ | ৩ |
২০০৪ সালে সর্বোচ্চ সংখ্যাক বৃত্তি সহ উপজেলায় মেধা তালিকায় প্রথম।
২০১৩ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলায় রানার্স আপ
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল প্রাথমিক বিদ্যালয় করা। অদূর ভবিষ্যতে এটাকে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
গোড়াকান্দা,কলমা,লৌহজং,মুন্সীগঞ্জ।
মো: মনির হোসেন,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস