প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা প্রতিষ্ঠাতার নাম- স্বর্গীয় হরেন্দ্র লাল রায় বাহাদুর। তিনি এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে একক প্রচেষ্টায় এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ০৫ টি পাকা ভবন, সেমি পাকা - ০১ টি,শ্রেণীকক্ষ- ১৮ টি, অফিস কক্ষ - ০৪ টি, তাছাড়া কম্পিউটার কক্ষ, পাঠাগার, শিক্ষক কমন রুম, নামাজের ঘর এবং প্রধান শিক্ষকের বাসস্থানের ব্যবস্থা আছে। বিদ্যালয়টি বর্তমানে ৪২ জন শিক্ষক/শিক্ষিকা, ০২ জন অফিস সহকারী, ৬ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী । ও ২১৪৩ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়টি পদ্মার কূলে মনোরম পরিবেশে অবস্থিত।
ঃ প্রতিষ্ঠাতার নাম- স্বর্গীয় হরেন্দ্র লাল রায় বাহাদুর এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে একক প্রচেষ্টায় এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছিলেন। বিদ্যালয়টি ১৮৮৭ সালে ভাগ্যকুলের আউয়ালের চর নামক স্থানে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বায়ী স্বীকৃতি লাভ করে। প্রমত্তা পদ্মার ভাংগনে আউয়ালের চর নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে ১৯০০ সালের জানুয়ারীতে বর্তমান স্থানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি জেলা ও উপজেলা পর্যায়ে অন্যতম বিদ্যাপীঠ হিসাবে স্থান করে নিয়েছে।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ মনির হোসেন মিটুল | সভাপতি |
০২ | জনাব মোঃ আব্দুর রশীদ খান | দাতা প্রতিনিধি |
০৩ | জনাব মোঃ খলিলুর রহমান | অভিভাবক প্রতিনিধি |
০৪ | জনাব মোঃ হোসেন মোল্লা | অভিভাবক প্রতিনিধি |
০৫ | জনাব মোঃ সুলতান মাহমুদ | অভিভাবক প্রতিনিধি |
০৬ | জনাব শাহ্ আলী আহমেদ | অভিভাবক প্রতিনিধি |
০৭ | জনাব ফেরদৌসী আখতার | সংরঃমঃ অভিভাবক প্রতিনিধি |
০৮ | জনাব খান মোহাম্মদ তোহা | বিদ্যেৎসাহী প্রতিনিধি |
০৯ | জনাবমোঃ হেলাল উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১০ | শ্রী মৃত্যুঞ্জয় চন্দ্র বর্মন | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব দিলরোজ আখতার বানু | সংরঃমঃ শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাব মোঃ মুজিবুর রহমান তালুকদার | সদস্য সচিব |
বিগত ০৫ বছরের এস.এস.সি. পরীক্ষার ফলাফল -
সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ন | পাশের হার | জি.পি.এ. |
২০১৩ | ১৫৮ | ১৫৫ | ৯৮.১০% | ০৭ |
২০১২ | ১৬৭ | ১৬৫ | ৯৮.৩০% | ০৫ |
২০১১ | ১৪২ | ১৪২ | ১০০% | ০৫ |
২০১০ | ১৩৭ | ১২৮ | ৯৩.৪৩% | ০৯ |
২০০৯ | ১৬৬ | ৯৬ | ৫৬.৪৭% | ০৪ |
বিগত ০৩ বছরের জে.এস.সি. পরীক্ষার ফলাফল -
সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ন | পাশের হার | জি.পি.এ. |
২০১২ | ৩৯৮ | ৩৬৭ | ৯২.২১% | ০৫ |
২০১১ | ১৪২ | ১৪২ | ৯৬.৩৯% | ০১ |
২০১০ | ২৪০ | ২০৪ | ৮৫% | ০২ |
অর্জনঃ সন্তোষজনক
ভবিষ্যৎ পরিকল্পনাঃ বর্তমান তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদানসহ সকল কার্যক্রম আধুনিকরন করা।
যোগাযোগঃ
মোঃ মুজিবুর রহমান তালুকদার
বি.এস.সি (অনার্স), এম.এস.সি, বি.এড ।
প্রধান শিক্ষক
ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়
ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
০১৭১২-১৬৪৮৯৫
ক্রমিক নং | শ্রেণী | রোল- ০১ | রোল - ০২ | রোল -০৩ |
১ | ৬ষ্ঠ | তাবাস্সুম নওশীন নাওয়াল | তানজিলা কবীর | সুমনা বর্মন |
২ | ৭ম | ইসরাত জেবিন মনিকা | মেহ্নাজ আখতার | মাহিমা আখতার |
৩ | ৮ম | তানিয়া আখতার | মেহ্রুবা মুজিব তালুকদার | জেরিন তাসনিম শাফা |
৪ | ৯ম | মারুফা আখতার | নেহার ইসলাম | মরিয়ম আখতার |
৫ | ১০ম | আকলিমা আখতার | কাজী জিন্নাত জাহান মীম | কামরুন্নাহার কনিকা |
দিবা শাখাঃ
ক্রমিক নং | শ্রেণী | রোল- ০১ | রোল - ০২ | রোল -০৩ |
১ | ৬ষ্ঠ | মোঃ আবু বকর সিদ্দীক | মোঃ মাহফুজ হাওলাদার | মোঃ সজীব হাওলাদার |
২ | ৭ম | কাজী জুবায়ের আহমেদ | মোঃ মহসীন | মোঃ মিরাজ মিয়া |
৩ | ৮ম | দ্বীপ্ত ঘোষ | মোঃ মনিরুজ্জামান ঈমন | সত্তম কুমার দে |
৪ | ৯ম | তুষার আহমেদ | অনিক বর্মন | দীপক মালো |
৫ | ১০ম | কাজী সালমান ইসলাম | মোঃ শাকিল খান | শিশির বর্মন |
ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়
ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
স্থাপিতঃ ১৯০০
ইআইআইএনঃ ১১১২১৫০, মোবাইল- ০১৭১২-১৬৪৮৯৫,
ই-মেইলঃ bhagyakulhl@yahoo.com
-ঃ স্কুল সম্পর্কিত তথ্যঃ-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস