এই প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয। বর্তমানে বিদ্যালয়টিতে ১ টি দ্বিতল ভবন একটি ১ তলা ভবন ও একটি টিনসেড ঘর রয়েছে। একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব ,একটি বিজ্ঞানাগার ও একটি গ্রন্থাগার রয়েছে। বিদ্যালেয়র ফলাফল বরাবরই সন্তোষজনক । ২০১৩ সালের এস,এস,সি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ১২ জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০ জন। বিদ্যালয়ের নিজস্ব একটি খেলার মাঠ আছে।
:কোলাপাড়া উচচ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার ব্যাপারে যে সকল সম্মানিত ব্যক্তিগন শ্রম মেধা ও আর্থিক সহযোগিতা দিয়েছেন তাদের স্বরন না করলেই নয়। ১৯৭০ সালে কোলাপাড়ার শিক্ষিত গন্যমান্যকয়েকজন ব্যাক্তি প্রস্তাব করেন যে , কোলাপাড়া ছেলে মেয়েরা মাধ্যমিক স্তরে লেখা পাড়ার জন্য দূরবর্তী কাজীর পাগলা ও রাঢ়ীখাল উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে-যা অতি । তাই কোলাপাড়ায় একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন সময়ে যারা আর্থিক ও মানসিক সহযোগিতা দেন তারা হচ্ছেন জনাব আবুদল মালেক , জনাব মো: নাজির হোসেন, জনাব হাজী আশারাফ মিয়া , জনাব হাজী আলী হোসেন , জনাব মো: মজিবৃল হক , জনাব আব্দুল মাবুদ , জনাব হাজী রইস আহম্মেদ জনাব এম,এ লতিফ , জনাব মো:আউয়াল মিয়া ও এলাকার আরো গন্যমান্য ব্যক্তিগন।
২০১৩ ইং সালে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীর তথ্য:
শাখা | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | মোট |
‘ক’ | ৪৭ | ৪৪ | ৩৫ | ২১ | ১৯ | ৩৭১ |
‘খ’ | ৫৪ | ৩৯ | ৫৮ | ২৭ | ২৭ |
ক্রমিক নং | সদস্যগনের নাম | পদবী |
০১ | আলহাজ্ব মোঃতৌয়ব হোসন | সভাপতি |
০২ | মোঃসাইফুদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
০৩ | মোঃমফিদুল ইসলাম | ঐ |
০৪ | শীলা রানী দত্ত | সংরক্ষিত মহিলা শিক্ষক প্র্তিনিধি |
০৫ | মোঃজামাল হোসন | অভিভাবক সদস্য |
০৬ | মোঃমিজানুর রহমান | ঐ |
০৭ | মোঃআতাউর রহমান | ঐ |
০৮ | ইসরাইল হোসেন | ঐ |
০৯ | শিখা রহমান | সংরক্ষিত মহিলা অভিভাবক |
১০ | আলহাজ মোঃআলী হোসেন | প্রতেষ্ঠাতা |
১১ | মোঃমোতালেব হোসেন | দাতা সদস্য |
১২ | মীর মুসা স্ব্পন | কো-অপ্ট সদস্য |
১৩ | মো: দেলোয়ার হোসনে সরকার- | প্রধান শিক্ষক / সদস্য সচিব |
সন | পরীক্ষাথীর সংখ্যা | পাশের স্যখ্যা | পাশের হার | A+ | A | A- | B | C | D |
২০০৮ | ২৪ | ১৯ | ৭৯.১৬ | ০১ | ০৫ | ০৭ | ০২ | ০৪ |
|
২০০৯ | ২১ | ১৮ | ৮৫.৭১ | ০১ | ০৭ | ০৫ | ০৪ | ০১ |
|
২০১০ | ৩০ | ২৬ | ৮৬.৬৭ | ০১ | ০৭ | ০৬ | ০৮ | ০৪ |
|
২০১১ | ৩৩ | ৩২ | ৯৬.৯৭ | ০১ | ১৪ | ১০ | ০৪ | ০৩ |
|
২০১২ | ২৭ | ২৭ | ১০০% | ০০ | ০৮ | ১০ | ০৮ | ০১ |
|
বিদ্যালয়টিকে একটি আদর্শবিদ্যালয়ে পরিনত করা ও কলেজে রুপান্তরিত করা।
: কোলাপাড়া, উপজেলা: শ্রীনগর
জেলা: মুন্সীগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস