বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল হাসান বাদলকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার জেলার শ্রেষ্ঠ শিক্ষালয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ নিজ মিলনায়তনে এই আয়োজন করে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, জনাব মোঃ ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানর্জী প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস