প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম পরীক্ষামূলকভাবে শুরু হলো অনলাইন ইলেক্ট্রনিক মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ১৬-১৭ আগস্ট, ২০১৪ এটুআই এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দু’দিন ব্যাপি প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব মোঃ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সাংবাদিক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস