Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

মোঃ আবুজাফর রিপন, বিপিএএ

জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ

প্রত্ননগরী মুন্সীগঞ্জ বাংলাদেশের প্রাচীন জনবসতির জেলাগুলোর মধ্যে অন্যতম। নদীমাতৃক সৌন্দর্য্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্বে, সমাহারে অতুলনীয় মুন্সীগঞ্জ। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, পুরাকীর্তি, সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে মুন্সীগঞ্জ ব্যতিক্রমী সত্তা ধারণ করেছে। এক সময়ে বিক্রমপুর শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সবক্ষেত্রেই নিরংকুশ প্রভাব রেখেছিল সমগ্র উপমহাদেশের উপর। এখানকার পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর বাঁকে বাঁকে গড়ে ওঠা জনপদের মানুষ, তাদের জীবন- জীবিকা, সুখ-দু:খ, হাসি-কান্না নিয়ে গড়ে ওঠেছে মুন্সীগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল।

দেশবাসীর পরম স্বপ্নের পদ্মা সেতু পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মুন্সিগঞ্জবাসী এই অনন্য অর্জনের গর্বিত অংশীদার। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্ণমেন্ট এই চারটি পিলারের উপর ভিত্তি করে। এই লক্ষ্যকে সামনে রেখে এ জেলার বহুবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে সুদক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে মুন্সীগঞ্জ জেলার সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে চলেছে। জেলা প্রশাসন সামগ্রিক উন্নয়নের সমন্বয় করে যাচ্ছে।  

আর্থ সামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন ঘটাতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাওয়া সাধারণ মানুষগুলোই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি। মহান মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ। জেলা প্রশাসক হিসেবে এ অগ্রযাত্রায় আমিও আপনাদের সাথে আছি সবসময়।