কাজী নাহিদ রসুল
জেলা প্রশাসক,মুন্সীগঞ্জ।
বাংলাদেশের মানচিত্রে মুন্সীগঞ্জের অবস্থান দেখতে অনেকটা দ্বীপের মত। নদীমাতৃক সৌন্দর্য্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্বে, সমাহারে অতুলনীয় মুন্সীগঞ্জ। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, পুরাকীর্তি, সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে মুন্সীগঞ্জ ব্যতিক্রমী সত্তা ধারন করে। এক সময়ে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সবক্ষেত্রেই নিরংকুশ প্রভাব রেখেছিল সমগ্র বঙ্গের উপর। এখানকার পদ্মা,মেঘনা, ধলেশ্বরীর বাঁকে বাঁকে গড়ে ওঠা জনপদে মানুষ, তাদের জীবন ও জীবিকা , তাদের সুখ দু:খ ,হাসি কান্না এসব নিয়ে গড়ে ওঠেছে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক পরিমন্ডল।
মুন্সীগঞ্জের ঐতিহ্য, সৌন্দর্য্য ও বিভিন্ন অফিসের কার্যক্রম সকল স্তরের মানুষের কাছে তুলে ধরতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে রূপকল্প ২০২১ বাস্তবায়নের কর্মসূচী সফল করতে www.munshiganj.gov.bd ওয়েব সাইটটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান তথ্য দিয়ে ওয়েব সাইটটিকে স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করেছেন। আশা করছি ওয়েব সাইটটি সমাজের সকল স্তরের জনসাধারনকে প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম হবে। ওয়েব সাইটটির উন্নয়ন ও সমৃদ্ধিকরণে যে কোন মতামত/সুপারিশ সাদরে গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস