টংগিবাড়ী উপজেলার সোনারং টংগিবাড়ী ইউনিয়নের নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্তিক খননে নাটেশ্বর বৌদ্ধ মন্দিরটি আবিস্কৃত হয়। প্রায় দুই মাস ধরে পরিচালিত প্রত্নতাত্তিক খননে অষ্টোকোণাকৃতি বাহু, কোণ এবং আভ্যন্তরীণ অষ্টোকোণাকৃতি স্তুপ, চ্যাম্বার, মন্ডপ প্রভৃতি আবিস্কিুত হয়। প্রায় ১০০০ বছর প্রচীন ইট-নির্মিত দুটি রাস্তার আবিস্কার তৎকালীন রাস্তা নির্মান কৌশল, বসতি পরিকল্পনা ও বিন্যাসের এক উজ্জল দৃষ্টান্ত। মন্দিরটি আনুমানিক ৭৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং এর আয়তন প্রায় ১০ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস