Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সাধারণ শাখা
Details

বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা।

রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম।

মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম।

প্রেস ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম।

শিল্পকলা সংক্রান্ত কার্যক্রম।

কৃষি পুনর্বাসন, মৎস্য সংরক্ষণ সাধারণ অডিট(উপজেলা) সংক্রান্ত সেবা।

শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।


Citizen Service

হজ্ সম্পর্কিয় যাবতীয় বিষয়ে জনগনকে অবহিত করা হয়

 

মুক্তিযোদ্ধা বিষয়ে যাবতীয় তথ্য জনগণকে অবহিত করা হয় ও মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন সংক্রান্ত এর আর্থিক ব্যয় সংক্রান্ত

এনজিও এর কার্যক্রম সম্পর্কে যাবতীয় তথ্য জনগণকে অবহিত করা হয়।

আদিবাসী ও অবিবাহিত সনদপত্র চাওয়া হলে সে বিষয়ে সনদপত্র দেয়া হয়।

জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি প্রেরণ সংক্রা্ন্ত পত্র আসলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়।

প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় সংক্রান্ত ব্যবস্থা নেয়া হয়।

জেলা ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয় ও অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদান বিষয়ে ব্যবস্থা নেয়া হয়।

বিভিন্ন জাতীয় দিবস যথাযথভাবে পালন করা হয়।

সরকারি বাসা বরাদ্দ সংক্রান্ত পত্র অগ্রায়ণ করা হয়।

১০

জনগণের অনুকূলে সরকারি অনুদান আসলে তা যথাযথ ব্যবস্থা নেয়া হয়।


Current Project

আপাতত চলমান কোন প্রকল্প নেই।


Duties

০১

কেন্দ্রীয় ডাক গ্রহণ ও বিতরণ সংক্রান্ত কার্যক্রম

০২

যুব, ক্রীড়া, দুস্থ ও অবসর প্রাপ্ত ক্রীড়াবিদগণের আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত কার্যক্রম

০৩

সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদান বিতরণ সংক্রান্ত কার্যক্রম

০৪

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণের অনুদান বিতরণ সংক্রান্ত কার্যক্রম

০৫

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই, আর্থিক অনুদান, ভাতা প্রদান, প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন কাফন ও সৎকার এর অনুদান সংক্রান্ত কার্যক্রম

০৬

জেলা প্রশাসক/বিভাগীয় কমিশনারগণের সম্মেলনের কার্যবিবরণির ওপর তথ্য প্রেরণ সংক্রান্ত কার্যক্রম

০৭

স্টাফ মিটিং সংক্রান্ত কার্যক্রম

০৮

পবিত্র হজের আবেদন বিতরণ, গ্রহণ ও হজ্ অফিসে প্রেরণ সংক্রান্ত কার্যক্রম

০৯

বিভিন্ন প্রকার জাতীয় দিবস উদ্যাপন সংক্রান্ত কার্যক্রম

১০

স্বাধীনতা পুরস্কার, রোকেয়া পদক ও একুশে পদক সংক্রান্ত কার্যক্রম

১১

বিভিন্ন মন্ত্রণালয় হতে জারিকৃত সরকারি আদেশ, সার্কুলার, পরিপত্র, নির্দেশনা ইত্যাদি জেলার বিভাগীয় সকল অফিস ও সকল উপজেলায় প্রেরণ সংক্রান্ত কার্যক্রম।

১২

আদমশুমারি, ট্রেজারি হিসাব, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, সরকারি শিশু পরিবার , পর্যটন, শ্রম অধিদপ্তর ও শ্রমিক সংগঠন সংক্রান্ত কার্যক্রম

১৩

সকল শাখার কেন্দ্রীয় ডাকসমূহ গ্রহণ ও বিতরণ

১৪

খাদ্য শস্য ক্রয়, খাদ্য গোডাউনসমূহের বাস্তব প্রতিপাদন ও পরিদর্শন সংক্রান্ত কার্যক্রম

১৫

সরকারি বাসা বরাদ্দ, প্রত্নতত্ত্ব ও জাদুঘর, মাযারসমূহ, মসজিদ সংক্রান্ত কার্যক্রম

১৬

এনজিও বিষয়ক যাবতীয় কার্যক্রম

১৭

প্রতিবন্ধী বিষয়ক যাবতীয কার্যক্রম

১৮

আদিবাসি ও অবিবাহিত সনদ প্রদান সংক্রান্ত কার্যক্রম

১৯

বয়স্ক ভাতা প্রদান সংক্রান্ত কার্যক্রম

২০

স্বারকলিপি গ্রহণ ও উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ সংক্রান্ত কার্যক্রম


Contact
জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সিগঞ্জ০২৭৬১২৪০৯
Others

0


Image
www.munshiganj.gov.bd/dcoffice_section/88fa32c2_2015_11e7_8f57_286ed488c766/Ordinary22222222222.gif
Acting Officer