দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য নৌকা বাইচ। বিশাল উৎসবমুখর পরিবেশে প্রতিবছর মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই উৎসবে লাখোমানুষের ঢল নামে। বন্দর নগরী মিরকাদিম থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত ৩কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে বিভিন্ন অঞ্চলের লোক আসে।তা উপভোগকরতে ধলেশ্বরীর পড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। মুক্তারপুর সেতুর দুইধারে অসংখ্য মানুষের ভীড় লেগে যায়। নৌকা বাইচকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিবছর অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় ৬০ মাল্লা, ৫০ মাল্লা এবং ২৫ মাল্লার নৌকা অংশগ্রহণ করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS