হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (দুলাল)।এলাকায় সে দুলাল শেঠ নামে পরিচিতি । তিনি ধনাঢ্য, সমাজসেবক ও দানবীর হিসেবে পরিচিতি । তিনি সমাজের তথা নিজ এলাকার উন্নয়ন করার চিন্তা ভাবনা তার মাথায় চেপে বসে। সমাজ ,এলাকা বা দেশের উন্নয়নের এক মাত্র চাবিকাঠি হলো শিক্ষা । অর্থ্যাৎ শিক্ষা ছাড়া কোন জাতির বা জনগোষ্ঠির উন্নতি সম্ভব নয় । তাই তিনি তার পিতামহ মরহুম আবুল হাসেম সাহেবের নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করেন এবং ১৯৯৫ ইং সালে হোগলাগাঁও আবুল হাসেম জুনিয়র বিদ্যালয় নামে তার নিজ (ভাইদের সহ) জমিতে তাৎক্ষনিকভাবে মাটি ভরাট করে পাঁকা ভিঠিসহ উত্তরে-দক্ষিণে Lপ্যাঠান্ট টিন শেড্ ঘর স্থাপন করেন। ২০১১ সালে১৬৫’ ×২৬’ দৈর্ঘ্য দক্ষিণের ভিটিতে এবং ২০১২ সালে ১১৪’×২৬ দৈর্ঘ্য পূর্ব পার্শ্বে দুইটি চৌচালা টিন শেড্ ঘর আছে। পশ্চিম- দক্ষিণ কোনায় ৪৭’ ×৩৬’ এক তলা পাঁকা ভবণ আছে যা অফিস কক্ষ হিসেবে পরিচিত। এ পর্যন্ত কোন সরকারী ভবন বিদ্যালয় পায় নাই। সকল অবকাঠামোই বিদ্যালয় প্রতিষ্ঠাতার নিজস্ব অর্থায়নে তৈরী। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে শ্রীনগরু-নাগের হাট নামে পাঁকা রাস্তা আছে । বিদ্যুতের ব্যবস্থা আছে। বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত। বিদ্যালয়ের এস,এস,সি ফলাফল অত্যন্ত সন্তোষ জনক। গত ২০০৮ সালে ১০০% পাশ করে এবং ২০১৩ সালে ১০০% পাশ করে, শুধু তাই নয় শ্রীনগর উপজেলার ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এস,এস,সি ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে । বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত এবং একটি উচ্চ বিদ্যালয়ে যা যা প্রয়োজন তা সবই প্রায় আছে।
এলাকায় সে দুলাল শেঠ নামে পরিচিতিvv
প্রতিষ্ঠতাকালঃ ১৯৯৫ খ্রীঃ ।
ক্রমিক নং | শ্রেণী | মোট |
০১ | ৬ষ্ঠ শ্রেণেী | ৯৯ জন |
০২ | ৭ম শ্রেণেী | ৭২জন |
০৩ | ৮ম শ্রেণেী | ৭৫ জন |
০৪ | ৯ম শ্রেণেী | ৫২ জন |
০৫ | ১০ম শ্রেণেী | ৫৮ জন |
| মোট = | ৩৫৬ জন |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (দুলাল) | সভাপতি |
০২ | জনাব মোঃ আলাউল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব বরুন কুমার দাস | শিক্ষক প্রতিনিধি |
০৪ | জনাব তাছলিমা আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব মিহির খান | অভিভাবক সদস্য |
০৬ | জনাব আব্দুল কাইয়ুম | অভিভাবক সদস্য |
০৭ | জনাব আববাস উদ্দিন | অভিভাবক সদস্য |
০৮ | জনাব তোফাজ্জল হোসেন | অভিভাবক সদস্য |
০৯ | - | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব আলহাজ্ব আব্দুল আউয়াল | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | জনাব আবু কালাম | দাতা সদস্য |
১২ | জনাব আবুল কালাম আজাদ | কো-অপ্ট সদস্য |
১৩ | জনাব মোহাম্মদ আলী | সদস্য সচিব |
ক্রমিক নং | পরীক্ষার নাম | সাল | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশের সংখ্যা | পাশের হার |
০১ | এস,এস, সি | ২০০৯ | ১৯ জন | ১২ জন | ৬৩% |
০২ | এস,এস, সি | ২০১০ | ২৪ জন | ২২ জন | ৯২% |
০৩ | এস,এস, সি | ২০১১ | ৩০ জন | ২৯ জন | ৯৭% |
০৪ | এস,এস, সি | ২০১২ | ৩৭ জন | ৩৫ জন | ৯৫% |
০৫ | এস,এস, সি | ২০১৩ | ৩৪ জন | ৩৪ জন | ১০০% |
২০১৩ সালের এস,এস,সি পরীক্ষায় ১০০% পাশ
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়কে আরো উন্নত করা।আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়কে আরো উন্নত করা।
মেহাম্মদ আলী
প্রধান শিক্ষক
হোগলাগাঁও আবুল হাসেম উচ্চ বিদ্যালয়
শ্রীনগর . মুন্সীগঞ্জ।
মোবাইল নাম্বারঃ০১৬৭৩৬৯০৫১৪
ক্রমিক নং | শ্রেণী | শিক্ষার্থীর নাম | শিক্ষার্থীর নাম | শিক্ষার্থীর নাম |
|
| রোল নং-০১ | রোল নং-০২ | রোল নং-০৩ |
০১ | ৬ষ্ঠ শ্রেণেী | মোঃ রিফাত হোসেন | ফারজানা আক্তার | ইজাজুর রহমান |
০২ | ৭ম শ্রেণেী | মোঃ রোমান হোসেন | সাদিয়া আফরিন | রূফাইদা আলম |
০৩ | ৮ম শ্রেণেী | মীম খন্দকার | এস,এম প্রহর | তানজিল ইসলাম |
০৪ | ৯ম শ্রেণেী | শারমিন সুলতানা | সবুজ শেখ | সাদিয়া আক্তার |
০৫ | ১০ম শ্রেণেী | খাইরুল ইসলাম | ফজলে রাবিব | মোঃ কাওছার |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS