Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পদ্মা রিসোর্ট
Location
লৌহজং উপজেলায়।
Transportation
ঢাকা থেকে মাওয়া গোলচত্বরের বামদিকের রাস্তায় দশ কিমি দূরের লৌহজং থানার পাশের নদীর অপর পার্শে।
Details

বর্তমান সময়ে মুন্সীগঞ্জ জেলার পর্যটক আকর্ষণের দিক থেকে যে স্থানটি সবচেয়েএগিয়ে সেটি হলো পদ্মা রিসোর্ট। প্রমত্তা পদ্মা নদীর বুকে এই রিসোর্টটিঅবস্থিত। মুন্সীগঞ্জ জেলার লৌহজং নামক স্থানে এই রিসোর্টটি অবস্থিত।পর্যটকদের নিরিবিলি অবকাশ যাপনের জন্য এখানে রয়েছে কাঠের তৈরি ১৬টিকটেজ।সেই সাথে রয়েছে পদ্মার টাটকা ইলিশের তৈরি বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশিউন্নতমানের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা। রিসোর্টটিতে অবকাশ যাপনেরপাশাপাশি দর্শনার্থীদের ভ্রমণের ব্যবস্থা রয়েছে। কটেজে যাওয়ার জন্য মাওয়াফেরিঘাটে রিসোর্টের নিজস্ব স্পীডবোট রয়েছে।ঢাকা থেকে রিসোর্টের দূরত্ব ৪০ কিলোমিটার। মাওয়া ফেরিঘাট থেকে রিসোর্টেরনিজস্ব স্পিডবোট আছে ইহা লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া মৌজায় (পুরাতন উপজেলা কপ্লে·র বিপরিতে)পদ্মা শাখা নদীর তীরে অবস্থিত।এটি কাঠ ও গোলপাতার আধুনিক ডিজাইনে কাঠেরমাচা করে নির্মিত। এখানে একদিকে নদী ও অপরদিকে চর এলাকার দৃম্য বড়ইক মনোরম। তাই দেশের বিভিন্ন এলাকা থেকে চিত্ত বিনোদনের জন্য দর্শনাথীগণ ভীড় জমান।